মান্দায় মুরগি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩; সময়: ২:৩৫ অপরাহ্ণ |
মান্দায় মুরগি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মুরগি ব্যবসায়ীকে মারধরসহ টাকা নিয়েছে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার খলিশাকুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ওই রাতেই মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম ময়েন উদ্দিন মণ্ডল (৫০)। খলিশাকুড়ি বাজারে তার পোল্ট্রি মুরগির দোকান রয়েছে। ওই বাজারে গত ১০বছর ধরে তিনি মুরগির ব্যবসা করে আসছেন।

ব্যবসায়ী ময়েন উদ্দিন মণ্ডল জানান, ‘পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে সোহেল রানা নামে এক যুবকের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ইসাহাক আলী, আলী আকবর ও হাসান আলী সংঘবদ্ধ হয়ে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে।’

ময়েন উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মুরগি কেনার জন্য আমার পকেটে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। ঘটনায় ইসাহাক আলী, আলী আকবর ও হাসান আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।’

এ প্রসঙ্গে প্রতিপক্ষের আলী আকবর বলেন, ময়েন উদ্দিনের গণ্ডগোল অন্য এক লোকের সঙ্গে চলছিল। তাদের দু’জনকে থামাতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর বেশি কিছু নয়।

মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে