পবার বিশিষ্ট শিক্ষাবিদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
পবার বিশিষ্ট শিক্ষাবিদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার বিশিষ্ট শিক্ষাবিদ নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীন আওয়ামী লীগ নেতা আশরাফ আলী দেওয়ান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)। রোববার সকালে তিনি নওহাটার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বেলা দু’টায় নওহাটা সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাযার নামাজে শরীক হন, রাজশাহী শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল হক মিলন, জেলা দুর্যোগ ও পুনর্বাসন সাবেক কর্মকর্তা আমিনুল হক, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মোহনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, সাবেক মেয়র মুকবুল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজে আলী খান, বিএনপি নেতা সোহেল রানা, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ আলাউদ্দিন, প্রধান শিক্ষক ওমর আলী, প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা পৌর প্যালেন মেয়র-১ আজিজুল হক, প্যালেন মেয়র-২ দিদার হোসেন ভুলু, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ। এরপর মরহুমের গ্রামের বাড়ী সিন্দুরকুসম্বী দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে