বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি চূড়ান্ত

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি চূড়ান্ত

পদ্মাটাইমস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরকে সামনে রেখে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতি থেকে জানা যায়, আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ দল দেশটিতে পা রাখবে। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

এরপর ২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে। বাকি দুইটি ম্যাচ হবে ২ ও ৪ মে।

অন্যদিকে, কলম্বোর আরেক ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ। ৯ মে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১২ মে। এর প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে টাইগ্রেসরা একটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে অংশ নিবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে