রাজধানীতে ১৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩; সময়: ৩:২১ অপরাহ্ণ |
রাজধানীতে ১৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর মার্কেট ও শপিং মহলসহ এক হাজার ৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

রবিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কনফারেন্স রুমে রাজধানীর গুরুত্বপূর্ণ মার্কেট-শপিং মলের অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘সম্প্রতি অনেক মার্কেটে আগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে গিয়ে অনেক ফায়ার কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে এখনো ১৯ জন ফায়ার কর্মী হাসপাতালে ভর্তি রযেছেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে