যুগ্ম সচিব বরখাস্ত

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
যুগ্ম সচিব বরখাস্ত

পদ্মাটাইমস ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা যুগ্ম সচিব ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রশাসনের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য অধিদপ্তরের সাবেক এই উপপরিচালকের বিরুদ্ধে ২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছিল। এরপর গত বছর সেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। গত ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীতও হয়েছে।

এ অবস্থায় সরকারি চাকরি আইন অনুযায়ী যুগ্ম সচিব (ওএসডি) ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে