ডিকশনারিতে ‘বিশেষণ’ হিসেবে যুক্ত হলেন পেলে

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩; সময়: ১১:১৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ডিকশনারিতে ‘বিশেষণ’ হিসেবে যুক্ত হলেন পেলে

পদ্মাটাইমস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনার পর ফুটবলের পৃথিবী ছেড়ে গিয়েছেন কিংবদন্তি পেলে। গত বছরের ডিসেম্বরে ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই করে না ফেরার দেশে চলে যান ফুটবল সম্রাট। কার্যত এই মহানায়ককে হারিয়ে ফুটবল যেন অভিভাবকহীন হয়ে গেলো। তার মৃত্যু পর বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাকে সম্মাননা দেওয়া হয়। এবার নতুন আরেকটি বিশেষ সম্মাননা পেয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি।

ব্রাজিলের অভিধানে (ডিকশনারি) পেলেকে ‘বিশেষণ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পেলেকে। যার অর্থ হল ‘অতুলনীয়, অনন্য এবং বিস্ময়কর’। এর জন্য শুরু হওয়া স্বাক্ষর অভিযানে ১ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এতে একমত হয়েছেন।

অভিধানে বলা হয়েছে, ‘অসাধারণ কেউ বা যার গুণমান, দক্ষ এবং শ্রেষ্ঠত্ব অতুলনীয়। সেই পেলের মতো। তাকেই পেলে বলা হবে’ অতুলনীয়, অনন্য এবং বিস্ময়করকে এবার থেকে পেলে বলা হবে।’ উদাহরণ হিসাবে বলা হয়েছে, এবার থেকে শ্রেষ্ঠদের বলা হবে, তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলিয়ান থিয়েটারের পেলে বা তিনি চিকিৎসার পেলে।

বুধবার মাইকেলিস অভিধানের ঘোষণাটি একটি প্রচারের মাধ্যমে স্বীকৃতি পায়। এর ফলে প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলেকে বিশ্ব মনে রাখবে। ক্রীড়ার বাইরে পেলের প্রভাবকে সম্মান জানাতে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।

পেলে ৮২ বছর বয়সে মারা যান এবং তাঁকে সান্তোস শহরে সমাহিত করা হয়েছিল। কিংবদন্তি ১৫ বছর বয়সে সান্তোস এফসির হয়ে খেলার জন্য শহরে এসেছিলেন এবং এখান থেকেই নিজের খ্যাতি অর্জন করেছিলেন। পেলে ২০২১ সাল থেকে কোলন ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। তিনি ক্যান্সারের ফলে একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান। পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জিততে বড় ভূমিকা পালন করেছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে