সিরিয়ায় আক্রমণ চালালো ইসরায়েল

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
সিরিয়ায় আক্রমণ চালালো ইসরায়েল

পদ্মাটাইমস ডেস্ক : সিরিয়ায় আক্রমণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির হোমস শহরের কাছে একটি স্থানে বিমান হামলা করেছে ইসরায়েল। ওই সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে তিনজন সিরিয়ান আহত হন।

একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ বলেছে যে সিরিয়ার অস্ত্রের ডিপোতে হামলা করেছে ইসরায়েল

সিরিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে যে শনিবার ভোররাতে ইসরায়েলি হামলায় তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে এবং একটি বেসামরিক জ্বালানি স্টেশনে আগুন লেগেছে। ওই সময় বেশ কয়েকটি জ্বালানি ট্যাঙ্কার ও ট্রাক পুড়ে যায়।

সানার রিপোর্ট অনুসারে, ‘উত্তর লেবাননের দিক থেকে ইসরায়েলি শত্রুরা জঙ্গি বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তারা সিরিয়ার হোমস শহরের আশেপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা করেছে।’

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হোমসের আকাশে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

দেশটির সরকারপন্থী শাম এফএম রেডিও জানিয়েছে, হামলার ফলে হোমস শহরের দক্ষিণে আগুন ছড়িয়ে পড়ে এবং ওই এলাকা থেকে “পরপর বিস্ফোরণের” শব্দ শোনা যায়।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো হোমসের এক সামরিক বিমানবন্দরে অবস্থিত হিজবুল্লাহর গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। সূত্র-আল-জাজিরা

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে