আফতাবনগর পাসপোর্ট অফিস উদ্বোধন রোববার

প্রকাশিত: মে ৬, ২০২৩; সময়: ১:১৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
আফতাবনগর পাসপোর্ট অফিস উদ্বোধন রোববার

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর ৯টি থানার বাসিন্দাদের জন্য নতুন পাসপোর্ট অফিস উদ্বোধন হতে যাচ্ছে রোববার (৭ মে)।

রাজধানীর আফতাব নগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব’ নামে অফিসটি কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, উদ্বোধনের দিন থেকে এই অফিসে সেবা পাবেন সেবা প্রত্যাশীরা। প্রতিদিন ৫০০-৬০০ জন নতুন এ পাসপোর্ট অফিস থেকে সেবা নিতে পারবেন।

উদ্বোধনের বিষয়টি শনিবার (৬ মে) মোবাইল ফোনে গভ.ইনফো থেকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, ‘মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ৭ মে থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে’।

এর আগে মঙ্গলবার (২ মে) নতুন এই পাসপোর্ট অফিসের উদ্বোধনের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক গোলাম ইয়াসিন বলেন, রাজধানী ঢাকার মধ্যে অন্যতম আধুনিক একটি পাসপোর্ট অফিস হতে যাচ্ছে এই আঞ্চলিক অফিসটি।

উদ্বোধনের পর সেবা গ্রহীতারা নিজেরাই এটি বুঝতে পারবেন। আমরা আশা করছি, প্রতিদিন এই ৯টি থানার ৫০০-৬০০ জন লোককে সেবা দিতে পারব।

অফিস উদ্বোধনের জন্য আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ৯টা থেকে সেবা গ্রহীতারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে