বাংলাদেশের সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ

প্রকাশিত: মে ৮, ২০২৩; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ দল ইংল্যান্ডে গিয়েই পড়েছে বিপাকে। সেখানে পৌঁছে এখনো পর্যন্ত টাইগাররা কেবল পূর্ণ অনুশীলন করতে পেরেছে হাতেগোনা কয়েক দিন।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেছে। এবার শঙ্কা জেগেছে সিরিজ মাঠে গড়ানো নিয়েই।

দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রথম ওয়ানডের দিন তথা আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে শঙ্কা জেগেছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে।

এরপর সিরিজের বাকি দুই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে স্থানীয় আবহাওয়া বিভাগ। আগামী ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির শঙ্কা আছে।

শেষ ওয়ানডেতে ১৪ মে ভোর ৬টা থেকেই সারাদিন বৃষ্টি হওয়ার তথ্য জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তিন দিনই যদি এমন তাহলে ভেসে যেতে পারে পুরো আয়ারল্যান্ড সিরিজই।

ইংল্যান্ডের এমন আবহাওয়া নিয়ে গতকাল রোববার গণমাধ্যমে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই।

সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে