উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

প্রকাশিত: মে ১২, ২০২৩; সময়: ১০:৪৯ অপরাহ্ণ |
উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : কুয়েতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র বাংলাদেশের ভাবমূর্তির উজ্জ্বল করেছে। তেমনি অতিথিদের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় হোটেল ক্রাউন প্লাজায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানার্থে এক অভ্যর্থনা ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সরকারের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আয়াদ আল আতিবী।

এ সময় বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র অতিথিদের কাছে তুলে ধরা হয়। এ অভ্যর্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার মাঝে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদীর্ঘ করার কথা ব্যক্ত করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানে ডিফেন্স এটাশ্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান উজ্জামান, লেবার মিনিষ্টার আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আকতার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ সহ কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য, দেশ-বিদেশের সাংবাদিকসহ প্রবাসী সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক গবেষণায় আগামী ২০৫০ সালে বিশ্ব অর্থনীতিতে যেসব দেশ নেতৃত্ব দেবে সেই তালিকায় বাংলাদেশের নামও আছে। চিত্র প্রদর্শনীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়।

কৃষিক্ষেত্রে আধুুনিক, হাইব্রিড শস্যের চাষাবাদ, আধুনিক সেচ পদ্ধতি, কৃষিজাতসহ বিভিন্ন পণ্য দ্রব্যের রপ্তানিতে বেশ এগিয়েছে। এছাড়া প্রবাসীদের প্রেরিত অর্থ দেশকে সমৃদ্ধশালী করতে বিশেষ ভূমিকা রেখে আসছে। যার অন্যতম দৃষ্টান্ত পদ্মা সেতু।

পদ্মা বহুমুখী সেতু কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিই বদলে দিচ্ছে। বাংলাদেশের আইটি খাতও রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখছে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন বিদেশি কূটনীতিকরা।

কুয়েতে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত উসামা সালতুত সময় সংবাদকে বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। কুয়েতে ভুটানের রাষ্ট্রদূত চিটেম তেনজিন সময় সংবাদকে বলেন, বাংলাদেশ ভুটানের পার্শ্ববর্তী বন্ধুত্বপূর্ণ দেশ।

অনুষ্ঠানে স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের হাজার অতিথি উপস্থিত হন। অতিথিরা বলেন, এখানে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র দেখলাম এটা শুধু উন্নয়ন না নেতৃত্বেরও রোল মডেল বলা যায়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের তৈরি দেশীয় খাবারের প্রশংসা করেন অতিথিরা। তাছাড়া স্থানীয় প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে অতিথিদের। এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমের পরিচিতির মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে মনে করেন সংশ্লিষ্টরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে