ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: মে ১৩, ২০২৩; সময়: ১:০৫ অপরাহ্ণ |
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোকায় পেছাবে না এই পরীক্ষা।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঘূর্ণিঝড় মোকায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় আগামীকাল রোববার আঘাত হানার কথা রয়েছে। আমাদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এ ইউনিটে ১০৫০ আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন আবেদন করেছেন। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : গতকাল শুক্রবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এ বছর ১৮৫১ আসনের বিপরীতে এ ইউনিটে আবেদন করেন ১ লাখ ২৭ হাজার ৭৯ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক জিল্লুর রহমান সমকালকে জানান, পরীক্ষায় ৯২.৭৩ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গতকাল পরীক্ষা চলাকালে কার্জন হল কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. জিল্লুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে