এন্টির‍্যাগিং বিষয়টি মনে ধারণ করতে হবে: ইবি ভিসি

প্রকাশিত: মে ১৫, ২০২৩; সময়: ২:১৯ অপরাহ্ণ |
এন্টির‍্যাগিং বিষয়টি মনে ধারণ করতে হবে: ইবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, ইবি : আমার কাছে এন্টির‍্যাগিং র‍্যালি একটি জাগরণমূলক র‍্যালি মনে হয়েছে। র‍্যাগিংটা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এই অনাচার এবং পাপ আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের কালিমালেপন করে। তাই রোদে পুড়ে আমাদের এন্টির‍্যাগিং স্লোগান দিয়ে জাগরিত না করে, এ বিষয়টিকে মনে ধারণ করতে হবে এবং এটাকে মনের ভেতর আটকে রেখে লালন করতে হবে। আমাদের এই জাতীয় আয়োজন যদি আর না করতে হয় তাহলেই সেদিন বলবো, যে আমরা এই পবিত্র অঙ্গনকে পাপ মুক্ত অবস্থায় নিয়ে যেতে পেরেছি।

র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যাগিং বিরোধী র‍্যালিতে এসব কথাই বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

সোমবার (১৫ মে) সকাল ১১ টায় উপাচার্য ড. আবদুস সালামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমবেত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে