রাবিতে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ বিষয়ক সিম্পোজিয়াম

প্রকাশিত: মে ১৯, ২০২৩; সময়: ১:৪২ অপরাহ্ণ |
রাবিতে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ বিষয়ক সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের উদ্যোগে ইউরোপের অন্যতম জনপ্রিয় ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইরাসমাস এসোসিয়েশনের সহযোগিতায় অনলাইনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ইরাসমাস স্কলার নাজমুল হাসান৷

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইরাসমাস মুন্ডস এসোসিয়েশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৈয়দ মোহাম্মদ বাকের ও এসোসিয়েশনের বাংলাদেশে টিমের কো-অর্ডিনেটর অর্ঘ্য কমল রায়।

এসময় তারা ইরাসমাস স্কলারশিপের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। সিম্পোজিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে