শ্রী অরবিন্দ ঘোষের নামে পাবনায় পাবলিক লাইব্রেরীর সভা কক্ষের নাম ফলক উন্মোচন

প্রকাশিত: মে ২১, ২০২৩; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
শ্রী অরবিন্দ ঘোষের নামে পাবনায় পাবলিক লাইব্রেরীর সভা কক্ষের নাম ফলক উন্মোচন

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী, আধ্যাত্মিক সাধক ও দার্শনিক শ্রী অরবিন্দ ঘোষের নামে পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর একটি সভা কক্ষের নামকরন করা হয়েছে। সকালে নাম ফলক উন্মোচন করেন পশ্চিম বঙ্গের শ্রী অরবিন্দ ইনিস্টিটিউট অব কালচারের সাংস্কৃতিক সম্পাদক শ্রীলেখা মজুমদার।

পরে লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

অনুষ্ঠানে অরবিন্দ ইন্সটিটিউটের পক্ষ থেকে লাইব্রেরীর জন্য বিপ্লবী এ ব্যক্তিত্বের একটি ছবি এবং প্রধান অতিথি তার নিজের লেখা বই হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, লাইব্রেরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মহাসচিব আব্দুল মতীন খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, পাবনা চেম্বারের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো হাবিবুল্লাহ, লাইব্রেরীর কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল হান্নান, রবিউল ইসলাম চৌবে ডাবলু নো কাজী রফিকুল আলমসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে