মহাদেবপুরে ধানের দাম বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: মে ২৫, ২০২৩; সময়: ৮:১০ অপরাহ্ণ |
মহাদেবপুরে ধানের দাম বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রতিমণ ধানের দাম ১৫শ টাকা নির্ধারণ ও গ্রামে গ্রামে সেনাবাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবীসহ ৫ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানসহ বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা শাখার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মঙ্গল কিসকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, উপজেলা বাসদ সভাপতি কালিপদ সরকার, ছাত্রফ্রন্ট সভাপতি মিজানুর রহমান, কৃষ্ণপদ সরকার প্রমূখ।

বক্তারা বলেন, বাজেট উন্নয়নের ৪০ ভাগ কৃষিখাতে দিতে হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিকটন ধান ক্রয় করতে হবে।

এছাড়াও গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে