শিবগঞ্জে ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

প্রকাশিত: মে ২৫, ২০২৩; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সফল উদ্যোক্তা সানাউল্লাহ সুমনের ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন খামার ও মেসার্স সুমন এগ্রো প্রজেক্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের -১ অধিশাখার উপসচিব লিয়াকত আলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপসচিব ফজলে এলাহী, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নায়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, মেসার্স সুমন এগ্রো প্রজেক্টের স্বত্বাধিকারী সানাউল্লাহ সুমনসহ অন্যরা।

এ সময় উপসচিব লিয়াকত আলী সানাউল্লাহ সুমনের ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস প্লট প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে