নগরীতে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে মারপিটের অভিযোগ

প্রকাশিত: মে ২৫, ২০২৩; সময়: ৯:৪১ অপরাহ্ণ |
নগরীতে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নগরীতে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে মারপিট করে জখন করেছে স্থানীয় দুষ্কৃতিকারিরা। এছাড়াও ঠিকাদারের কাছে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নগরীর কোর্ট স্টেশন এলাকায়। এ ব্যাপারে রাজপাড়া থানায় পাঁচজনকে আসামী করে মামলা করেছে ভুক্তভোগির ভাই রফিকুল ইসলাম।

মামলা থেকে জানা যায়, ১৫ মে সন্ধ্যা রাতে ঠিকাদার শরিফুল ইসলাম তার ঠিকাদারি কাজের পাওনাদারদের টাকা পরিশোধের উদ্দেশ্যে হড়গ্রাম টুলটুলিপাড়ার বাড়ি থেকে বের হন। কোর্ট স্টেশনের কাছাকাছি আসতেই অভিযুক্ত আসামী ভাটাপাড়ার আজিজুলের ছেলে মো. ইসমাইল, মহিষবাথানের সিরাজুল ইসলামের ছেলে মোবারক হোসেন, হড়গ্রাম পীর সাহেবপাড়ার মৃত মোখলেসুর রহমানের ছেলে তুষার, লালমনের ছেলৈ মো. তোতা ও মো. বাদশা ভূক্তভোগি শরিফুলকে ধাওয়া করে। এক সময় তারা শরিফুলকে ঘিরে ফেলে ধারালো কানতা দিয়ে হামলা চালায়। এতে শরিফুল মারাত্মকভাবে আহত হন। শরিফুল মৃত ভেবে হামলাকারিরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় শরিফুলের কাছে তিন লাখ টাকা রাখা শপিং ব্যাগ নিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। শরিফুলের ভাই রফিকুল জানান, শরিফুলের শরীরে প্রায় তিনশো’টি সেলাই দেয়া হয়েছে।

এব্যাপারে হামলাকারি পাঁচজনকে আসামী করে আরএমপি রাজপাড়া থানায় মামলা করেছে আহত শরিফুলের ছোট ভাই মো. রফিকুল ইসলাম। এদিকে রামেক হাসপাতালের শরিফুলকে দেখতে যান ও খোঁজখবর নেন রাসিক কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে