জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনে জরিমানা

প্রকাশিত: মে ২৫, ২০২৩; সময়: ৯:৪৬ অপরাহ্ণ |
জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে চার বেকারী প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ জয়পুরহাটের ভ্রাম্যমান আদালত।

বৃহস্প্রতিবার (২৫ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পযন্ত উপজেলার পাঁচবিবি পৌর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই আইন, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার আইন অমান্য করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সহযোগিতায় পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এ সময় শহরের স্মৃতি বেকারীর স্বত্বাধিকারী মোজাফফরকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, রুটি, কেক বিক্রয় করার দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, আনছারী বেকারীর স্বত্বাধিকারী খলিল আনছারীকে ৮ হাজার, রাখি বেকারীর স্বত্বাধিকারী শ্রী জীবন কৃঞ্চ সরকারকে ৫ হাজার ও হিমালয় আইসক্রিম”র স্বত্বাধিকারী মনিরুজ্জামানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা নগদ আদায় করা হয়। পরে ভেজাল মিষ্টি, পাউরুটি ও বিস্কুট তৈরীর উপাদানসমূহ ধ্বংস করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে