বাগাতিপাড়ায় সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: মে ২৭, ২০২৩; সময়: ১:৪৩ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুরে যাকাত ভিত্তিক দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ২০টি পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে লক্ষে ৭টি সেলাই মেশিন, ৩টি ছাগল ও ১০ জনকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

শনিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংস্থা’র সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুুর ইসলাম মিঠু।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি (ভার:) রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সহ-সভাপতি মুক্তার হোসেন, বাংলাদেশ মাছলিসুল মুফাসসিরিনের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, কাদিরাবাদ-কাজীপাড়া আহ্মদীয়া আলিম সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল হাসেম, কাদিরাবাদ ক্যান্ট: পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা এবাদত হোসাইন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে