পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ আটক ৭

প্রকাশিত: জুন ৬, ২০২৩; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৮ জন আসামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত সােমবার (০৫ জুন) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আটককৃতরা হলাে, বানশ্বর ইউনিয়নের খুুটিপাড়া গ্রামের জাফর আলীর ছেলে শাওন আলী, একই ইউনিয়নের দিঘলকাদি গ্রামর জাইদুর রহমানের ছেলে মানিক, পুঠিয়া সদরের মৃত আঃ রাজ্জাকের ছেলে রাবি, একই এলাকার সুবল সরকারের ছেলে সুব্রত ও পুঠিয়া রামজীবনপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে নিলুফা ইয়াসমিন।

এছাড়াও মাদকসহ আটককৃতরা হলাে, পুঠিয়া সদর ইউনিয়নের হাসান আলীর ছেলে লিটন, একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে লিটন আলী। আটককৃত দুইজনের কাছে থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুঠিয়া থানার নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয় বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন নিশ্চিত করেছে।

এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হােসেন জানান, আটককৃত ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং ২ জনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মঙ্গলবার (৬ জুন) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে