মারা গেলেন রে স্টিভেনসন

প্রকাশিত: জুন ৭, ২০২৩; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
খবর > বিনোদন
মারা গেলেন রে স্টিভেনসন

পদ্মাটাইমস ডেস্ক : প্রথমবার ভারতকে অস্কার এনে দেওয়া সিনেমা ‘আরআরআর’-এ দিল্লির গভর্নর চরিত্রে (খলচরিত্র) অভিনয় করা মার্কিন অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন।

২১ এপ্রিল রাতে তিনি মারা যান বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তবে কিভাবে স্টিভেনসনের মৃত্যু হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।

তার প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে শুধু জানিয়েছেন, তিনি গত রোববার মারা গিয়েছেন। স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন।

ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর, ১৯৯৮ সালে হলিউডের ‘দ্য থিওরি অফ ফ্লাইট’সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিও-এর ‘রোম’সিনেমায়ও ছিলেন তিনি।

এছাড়া আরও কিছু হলিউড সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে