রেলওয়ের মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে সমাবেশ

প্রকাশিত: জুন ৮, ২০২৩; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
রেলওয়ের মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : বাংলাদেশ রেলওয়ের মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১ টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

রেলস্টেশনে বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ রানিং স্টাফ কর্মচারী ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি ফজলুর হকের সভাপতিত্বে ও রেলওয়ে কর্মচারী শাহিন ইসলামের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বাংলাদেশ বাংলাদেশ গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, ওয়েল ফেয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম সনু, গার্ড কাউন্সিল ঈশ্বরদী শাখার সম্পাদক সাঈদ ইকবাল, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার যুগ্ম সম্পাদক এস এম আহসানুল হক আশা, রেলওয়ে কর্মচারী আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

ট্রেনচালক ও শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার সফটওয়্যার (আইবাস প্লাস) সিস্টেমে মাইলেজ নিয়ে জটিলতার বিষয়ে বক্তারা বলেন, এ জটিলতা নিরসনে মাইলেজের কোড বাদ দিয়ে রেলওয়ের জন্মলগ্ন থেকে ‘পার্ট অব পে’ হিসেবে যেভাবে বেতন খাত থেকে মাইলেজ ভাতা দেওয়া হতো, তা পুনর্বহাল করলেই ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে।

রেলওয়ের যাত্রাকাল থেকে রেলওয়ের কোডের বিধান অনুযায়ী, ৮ ঘণ্টা কাজের জন্য বা প্রতি ১০০ মাইল ট্রেন চালালে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত মাইলেজ (ভাতা) দেওয়া হয়। এ হিসাবে ৬ থেকে ৮ হাজার মাইল ট্রেন চালালে মাসিক বেতনের সঙ্গে ৫০ থেকে ৬০ দিনের মাইলেজ (ভাতা) দেওয়া হতো। কিন্তু আইবাস প্লাস সিস্টেমে (বেতন হিসাবের সফটওয়্যার) মাসে ৩০ দিনের বেশি মাইলেজের ব্যবস্থা রাখা হয়নি। এতে ট্রেনচালকেরা অতিরিক্ত পরিশ্রম করে ট্রেন চালালেও প্রাপ্য মাইলেজ থেকে বঞ্চিত হচ্ছেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, মাইলেজ নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। অধিকার হরণ করা হলে প্রয়োজনে নিয়মের বাইরে অতিরিক্ত ডিউটি পালন করা হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে