সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: জুন ৮, ২০২৩; সময়: ২:২৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সিরাজগঞ্জের বিদ্যুৎ অফিসে স্মারক লিপি প্রদান ও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিরাজগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে সমবেত হয়। সেখানে বিএনপির একটি প্রতিনিধি দল নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকোর বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী অসিত পোদ্দারের নিকট স্মারক লিপি প্রদান করে।

পরে বিদ্যুৎ অফিসের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জের নামে ২০ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। মেগা প্রোজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি লুটপাটের পরিণতিতে হচ্ছে অভাবনীয় লোডশেডিং।

লোডশেডিংয়ের বর্তমান দুর্বিসহ অসহনীয় পরিস্থিতির জন্য বর্তমান সরকারের গণবিরোধী নীতিই দায়ী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে