রাজশাহীতে নার্সেস স্টুডেন্টদের ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: জুন ১৪, ২০২৩; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে নার্সেস স্টুডেন্টদের ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক : ‘সেবা শিক্ষায় দ্যূোতি, তারুণ্যের জয়ধ্বনিতে প্রগতি’ -স্লোগানে রাজশাহীতে নার্সেস স্টুডেন্টদের T-10 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ মাঠে অভিন্ন শিক্ষাক্রমের ১৬টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের ক্রীড়ানুরাগী শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহণে ৩ দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহী জেলা শাখা কতৃক আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মমতা নার্সিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি, মির্জা নার্সিং কলেজের এমডি মির্জা ফারুক, বারিন্দ কলেজ অব নার্সিং সায়েন্স এর ইংরেজি শিক্ষক আসাদুজ্জামান।

অধুনা উন্নয়নে শিক্ষানগরীতে সেবা শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনে আনন্দমুখর ও সৃজনশীল করনে এ আয়োজন অনবদ্য ভূমিকা রাখবে বলে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন রাজশাহী মহানগর সভাপতি ও মমতা নার্সিং ইন্সটিটিউট এর উদ্যোক্তা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল অভিষেক বক্তা হিসাবে আলোচনায় তুলে ধরেন।

ইউনেস্কো ঘোষিত সবুজ অধনা নির্মল শহর খ্যাত রাজশাহীকে কর্মের শহর গড়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি সিয়াম। তিনি রাজশাহী শহরকে দৃশ্যমান উন্নয়নের অগ্রযাত্রায় কর্মসংস্থান সংযোজনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর প্রতিশ্রুত নানামুখী শিল্প কলকারখানা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নের রুপরেখায় উপস্থিত সকলের সমর্থন ও দোয়া চেয়ে নানামুখী বক্তব্য দেন।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর জেলা সভাপতি রিয়াজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সানিউল ইসলাম রিয়েল এর সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে এসময় রাজশাহীস্থ বিভিন্ন নার্সিং কলেজের ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে