দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে জোড়া আঘাত

প্রকাশিত: জুন ১৭, ২০২৩; সময়: ১১:২৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে জোড়া আঘাত

পদ্মাটাইমস ডেস্ক :  মিরপুরে আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে আফগানিস্তান। ঢাকা টেস্টে জিততে বাংলাদেশের প্রয়োজন আর ৮ উইকেট। অন্যদিকে, মিরাকল কিছু ঘটাতে আফগানদের লাগবে আরও ৬১৭ রান। আর ড্র করতে হলে উইকেটে কাটাতে হবে পাক্কা দুই দিন! এমন সমীকরণে দিনের শুরুতেই আফগানিস্তান শিবিরে আঘাত হানে টাইগার পেসার ইবাদত হোসেন।

তার লেন্থ বল লাফিয়ে নাসির জামালের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে লিটনের হাতে। ২২ বলে ৬ রানে শেষ নাসিরের ইনিংস। এর পর ৬৫ রানের মাথায় শরিফুলের শিকার হয়েছেন আফসার জাজাই।

আফগানিস্তান হারায় চতুর্থ উইকেট। রহমত শাহর সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান বাহির শাহ।

আফগানিস্তানকে আজ কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬৬২ রানের বিশাল লক্ষ্যে তারা ব্যাটিং করছে। সাদা পোশাকের ক্রিকেটে পাহাড় সমান এই রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের।

শেষ খবর পাওয়া পযর্ন্ত আফগানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের রান মাত্র ৭৩।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে