বাগমারায় পর্দা উঠলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

প্রকাশিত: জুন ১৯, ২০২৩; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
খবর > খেলা
বাগমারায় পর্দা উঠলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পর্দা উঠলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করা হয়। খেলায় দ্বীপপুর ইউনিয়ন দল ও হামিরকুৎসা ইউনিয়ন দলের মধ্যে টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। এছাড়া খেলা শুরুর আগে মাঠে গিয়ে উভয় পক্ষের খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুটবলে কিক করে খেলাটির শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। খেলা শুরুর তিন মিনিটের মাথায় গোল করে দ্বীপপুর ইউনিয়ন দল হামিরকুৎসা ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

খেলায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা মিলে ১৮টি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) অংশ গ্রহণ করবেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে