মসজিদুল হারামে কাজ, ইবাদত নিয়ে এক বাংলাদেশি কর্মীর অনুভূতি

প্রকাশিত: জুন ২২, ২০২৩; সময়: ২:০৬ অপরাহ্ণ |
খবর > ধর্ম
মসজিদুল হারামে কাজ, ইবাদত নিয়ে এক বাংলাদেশি কর্মীর অনুভূতি

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে ১৮ বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন বাংলাদেশের নাগরিক শরীফ আজহার। সৌদি সংবাদমাধ্যম আল আখবারিয়াকে তিনি তার দীর্ঘ সময়ের কাজের অনুভূতি সম্পর্কে জানিয়েছেন।

শরীফ আজহার মসজিদুল হারামের কর্মী হিসেবে কাজের সুযোগ পাওয়ার প্রথম দিকের গল্প শুনিয়েছেন সৌদি সংবাদমাধ্যমটিকে। তিনি বলেন, ১৮ বছর আগে বিন লাদেন কোম্পানির মাধ্যমে সৌদি আরবে এসেছিলাম, এরপর বন্ধুর সহযোগিতায় মসজিদুল হারামে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সুযোগ পাই।

শরীফ আজহার বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করি, তবে রমজান এবং হজের মৌসুমে কাজের পরিমাণ বেড়ে যায়। কাজ শেষে ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ পাই। এতে করে অন্তরে প্রশান্তি লাভ করি।

মসজিদুল হারামে দীর্ঘ সময় ধরে কাজের সব থেকে স্মরণীয় মুর্হুত সম্পর্কে তিনি বলেন, একবার হারামের এক ইমামকে জমজমের পানি পান করানোর সুযোগ হয়েছিলো। ইমাম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কাছ থেকে পানি গ্রহণ করেছিলেন এবং পান করেছিলেন। ইমামের হৃদ্যতা ও আন্তরিকতা আমি কখনো ভুলবো না।

বাংলাদেশের এই পরিচ্ছন্নতাকর্মী আরও বলেন, এখানে কাজ করার সব থেকে বড় উপকার হলো, একাগ্রতার সঙ্গে ইবাদত করা যায়। তিনি জানান, এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আমার মা-বাবাকে মসজিদুল হারাম জিয়ারত করাতে পেরেছি, মসজিদুল হারামের কর্মী হিসেবে যা আমার জীবনের সব থেকে বড় পাওয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে