আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু কথা শোনেননি: হিরো আলম

প্রকাশিত: জুন ২৩, ২০২৩; সময়: ২:৪০ অপরাহ্ণ |
আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু কথা শোনেননি: হিরো আলম

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে ইসি। ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।

প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম। সেখানে জানান, সারা দেশের মানুষের ভালোবাসার কারণেই প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন।

হিরো আলম আরও বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো ফিল পাচ্ছি (করছি)। ভোটের আগেই জেতার ফিল (অনুভুতি) হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে