চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: জুন ২৭, ২০২৩; সময়: ২:২২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাজিব কুমার মজুমদার (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য আরেক ধারায় তাকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৫ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাজিব কুমার মজুমদার নামে দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার কামারপাড়ার মৃত ননী গোপালের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর বিকালে জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী এলাকায় একটি আম বাগানে অভিযান চালিয়ে রাজিব কুমার মজুমদারকে গ্রেপ্তার করে র‌্যাব-৫। এসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। ঘটনার দিনই র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) সেলিনা ইয়াসমিন মিতা বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন রাজিব কুমার মজুমদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে