ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ১১:০২ পূর্বাহ্ণ |
ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

পদ্মাটাইমস ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মাবিয়া (১০) ও মরিয়ম (১৪) নামে দুই চাচাতো বোনের।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গরবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মাবিয়া একই গ্রামের মাহবুবুল আলম ও মরিয়ম ইসরাফিল অরফে মিলনের মেয়ে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন। উভয়েই ঢাকার মিরপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চাচাতো বোন মাবিয়া ও মরিয়ম। মঙ্গলবার সন্ধ্যায় দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলছিল। অসাবধানতাবশত প্রথমে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে মরিয়ম পানিতে লাফ দেয়। সাঁতার না জানায় উভয়ই পানিতে ডুবে যায়।

খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে থানার ওসি আবদুল মজিদ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে