এ পর্যন্ত দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
খবর > ধর্ম
এ পর্যন্ত দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি। মঙ্গলবার ( ৪ জুলাই) মধ্যরাত পর্যন্ত ২৯টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এবছর হজে গিয়ে মারা গেছেন ৭৫ জন বাংলাদেশি হাজি। সবশেষ যিনি মারা গেছেন তার নাম শামসুল আলম (৭৭)।

বুধবার (০৫ জুলাই) সকালে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হজ পরবর্তী সন্মানিত হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, হজ প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ অবস্থা –

দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ১০,৩৯৫ জন

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯টি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি

সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৩টি

ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৬০,৪৫১টি

সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩৭,৫০৭টি

সৌদি আরবে মারা গেছেন ৭৫ জন হজযাত্রী/হাজি। তারমধ্যে পুরুষ : ৫৯ ও নারী : ১৬ জন। মক্কা : ৬১; মদিনা : ৪; জেদ্দা : ০; মিনা : ৭; আরাফা : ২; মুজদালিফা : ১ জন।

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম –

আগত মোট হজযাত্রী ১২২,৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ);

আগত মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি;

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৫৯টি ফ্লাইটে ৬১,১৮০ জন হজযাত্রী;

সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১১৩টি ফ্লাইটে ৪১,৪৬৮ জন হজযাত্রী;

ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩টি ফ্লাইটে ২০,২৩৬ জন হজযাত্রী;

সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন

বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জনসহ )

হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন।

দেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ২১ মে আরও দেশটিতে যাত্রার শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ০২ জুলাই আর চলবে ০২ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ যিনি মারা গেছেন তিনি হলেন-শামসুল আলম (৭৭) তার পাসপোর্ট নাম্বার এ শূন্য ৬৮৫৭২৯৯।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে