সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ১২:২৭ অপরাহ্ণ |
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আন্দোলন সরকার (৫৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নয়ন সরকারকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে আন্দোলন সরকারের জড়িত থাকার তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরের দিন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরও ২০-২৫ জনকে সেই মামলায় আসামি করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ১৩ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। নামীয় ২২ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে