মানিকগঞ্জে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১১:১৫ পূর্বাহ্ণ |
মানিকগঞ্জে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : মানিকগঞ্জে ২২ লাখ টাকার হেরোইনসহ একাধিক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন- সদরের দিয়ারা ভবনীপুর এলাকার শাহাদাত হোসেন জুয়েলের ছেলে অনিক হাসান হীরা (২৪), চরমত্ত এলাকার সিরাজ মিয়ার ছেলে ছানোয়ার হোসেন (৩৮) ও সিংগাইরের বাইমাইল এলাকার আক্তার হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিয়ারা ভবানীপুর ও চরমত্ত এবং সিংগাইরের বায়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে