ঢাকনাবিহীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ |
ঢাকনাবিহীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

পদ্মাটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ঢাকনাবিহীন ড্রেনে পড়ে সামিয়া খাতুন (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার কলেজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু সামিয়া আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার ব্যবসায়ী রোকনুজ্জামানের মেয়ে।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শিশু সামিয়া তার বাবার দোকানের সামনে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে ড্রেনের পানিতে সামিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ স্থানে দীর্ঘ দিন ঢাকনা দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।

ঠিকাদার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, বৈদ্যুতিক খুঁটি ও মামলার কারণে ৪০ শতাংশ ড্রেনের স্লাব দেওয়া সম্ভব হয়নি। আমরা দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি।

আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, ঠিকাদারের কাজের ধীরগতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে। ঠিকাদার সময়মতো কাজ করছে না, এজন্য অনেক স্থানে স্ল্যাব দেয়নি।

আমরা বার বার ঠিকাদারদের তাগিদ দিয়েছি দ্রুত কাজ করার জন্য। এ কারণে আমরাও অতিষ্ঠ। ড্রেনটি যেহেতু নির্মাণাধীন, তাই দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই নিতে হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, নির্মাণাধীন ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে