ফরিদপুরে দুই দিনের রিমান্ডে রাজশাহী বিএনপির নেতা চাঁদ

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩; সময়: ১০:১৭ অপরাহ্ণ |
ফরিদপুরে দুই দিনের রিমান্ডে রাজশাহী বিএনপির নেতা চাঁদ

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফরিদপুরের একটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের ১ নম্বর আমলী আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক তরুণ বাছার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক এ মামলা দায়ের করেছিলেন বলে জানান তার আইনজীবী অনিমেষ রায়। শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে মুখ্য বিচারিক হাকিম দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ডিজাটাল নিরাপত্তা আইনের আরেক মামলায় আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজশাহীতে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটিও করেছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

চাঁদের মামলার শুনানিকে ঘিরে রোববার আদালত চত্বরে বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, দুই দলের প্রচুর নেতাকর্মীর সমাগমের কারণে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে পুলিশি প্রহরায় তাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে