মমতা নার্সিং ইন্সটিটিউটের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩; সময়: ১২:০১ পূর্বাহ্ণ |
মমতা নার্সিং ইন্সটিটিউটের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : মমতা নার্সিং ইন্সটিটিউটের ২০২৩ সেশনের নবীন ব্যাচের ক্লাস ওরিয়েন্টেশন হয়েছে। রোববার নগরীর দেবীসিং পাড়া ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মনিরুজ্জামান মনি ও আলিফ আল মাহমুদ লুকেনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মমতা নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমিসহ শিক্ষক ও নবীন প্রবীন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীণ চিকিৎসক ডা. ডিএম জহুরুল ইসলাম, ব্যাডস বগুড়ার পরিচালক খলিলুর রহমান, সুফি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন।

নবীনদের বরনে শিক্ষক মাসুম, রুকাইয়ার সন্চালনায় প্রথম বর্ষের সামিউল ২য় বর্ষের শিউলী নববার্তার সার সংক্ষেপ বক্তব্য উপস্থাপন করে। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহীর সিনথিয়া, খাগড়াছড়ির মুনিয়া, পুঠিয়ার হাফেজ আব্দুল্লাহ। দিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে স্মৃতি হাসদা। এছাড়া নৃত্য পরিবেশন করে প্রিয়াঙ্কা দাস, শিউলি সাইফ শাকিলা মিঠু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ও মমতা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আলিয়ারা খাতুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে