দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৪ সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৪ সদস্যকে কুপিয়ে জখম

পদ্মাটাইমস ডেস্ক : সাভারে আধিপত্য বিস্তারের জেরে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিনিক রাব্বি গ্যাংয়ের ৪ সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে হৃদয় গ্যাংয়ের সদস্যরা।

সোমবার (১০ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

এর আগে রোববার (৯ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিনিক রাব্বি গ্রুপের আকাশ (২১), ইয়াসিন (২২) ও সোহাগসহ (২১) চারজন। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হামলাকারী হৃদয় গ্রুপের সদস্যরা হলেন, কিশোর গ্যাং লিডার হৃদয় (২২), আকাশ (২১), নুর উদ্দিন (২২) ও জনিসহ (২১) আরও আট থেকে ১০ জন সদস্য।

এলাকাবাসী জানায়, পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপের সন্ত্রাসী কার্যক্রমে এলাকার মানুষ রীতিমত ভীত ও বিব্রত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে।

তাদের জন্য সর্বদা আতঙ্কে থাকতে হয়। দুই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তারা প্রায়ই এলাকায় হাঙ্গামা সৃষ্টি করে। চাঁদাবাজি, ছিনতাইসহসহ নানা ধরনের অপরাধ করে চলেছে তারা।

আহতদের সঙ্গে থাকা সুভাষ নামের এক ব্যক্তি বলেন, নুরুদ্দিন এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন। কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরে রাত ১০টার দিকে ওই এলাকায় হৃদয়সহ তার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে যায়। সেখানে হৃদয় বাহিনী রাব্বির লোকজনকে দেখামাত্র এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে রক্তাক্ত জখম করে।

এদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে