হিমাচলে বৃষ্টির পানির তোড়ে ভেঙে পড়েছে সেতু

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
হিমাচলে বৃষ্টির পানির তোড়ে ভেঙে পড়েছে সেতু

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে। সামাজিক মাধ্যমে অনেকে সেতুসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ার ভিডিও শেয়ার করেছেন। যাতে উঠে আসছে বন্যার পানির তীব্রতা।

মানালিতে দোকানপাট ভেসে যাওয়ার, কুল্লু, কিন্নর এবং চাম্বাতে আকস্মিক বন্যায় যানবাহন ভেসে যাওয়ার এবং কৃষি জমির ক্ষতির খবর পাওয়া গেছে।

জনপ্রিয় পর্যটন শহর কাসোলে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি নদী উপচে পড়ছে এবং পর্যটকদের গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

‘ওয়েদারম্যান শুভম’ এক টুইটার ব্যবহারকারী হিমাচল প্রদেশের মানিকরণ শহরে পার্বতী নদীতে প্রবল স্রোতের একটি ভিডিও টুইট করেছেন।

মণিকরণের আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল পরিমাণ পানি জঙ্গলের ঢালে নেমে নদীতে মিশে যাচ্ছে। কুল্লুর উপচে পড়া বিয়াস নদীর কারণে জাতীয় সড়ক ৩-এর একটি অংশও ভেসে গেছে।

গত রোববার হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যা শুরু হয়েছে, অনেক এলাকা প্লাবিত হয়েছে, রাস্তা, যানবাহন এবং ঘরবাড়ি ভেসে গেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

রাজ্য কর্তৃপক্ষ দুই দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টিতে চন্ডিগড়-মানালি জাতীয় সড়ক সহ ৭৬৫টি রাস্তা বন্ধ হয়ে গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে