জিয়াকে নিয়ে না বলা কথা তথ্যচিত্রে তুলে ধরবেন সূরজ পাঞ্চোলি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩; সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
জিয়াকে নিয়ে না বলা কথা তথ্যচিত্রে তুলে ধরবেন সূরজ পাঞ্চোলি

পদ্মাটাইমস ডেস্ক : অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলায় আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ।

ওই রায়ে সব চিন্তা থেকে মুক্তি ঘটে তার। আর তাই তো সেদিন বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের মধ্যেও মিষ্টি বিতরণ করেছিলেন।

রায়ের পর প্রথমে এ মামলা নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে চাননি সূরজ। পরে অবশ্য তিনি বলেছিলেন, যন্ত্রণাদায়ক ১০টা বছর আমি কাটিয়েছি। আমার সঙ্গে রাত জেগেছে আমার পরিবার।

কিন্তু আজ আমি জিতেছি। শুধু তাই নয়, আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেয়েছি। অনেক সাহস প্রয়োজন ছিল এই মুখটা নিয়ে আবার বিশ্বের সামনে দাঁড়ানোর। সেটা আমি পেরেছি।

তবে এবার আর শুধু বক্তব্যে নয়। বরং জিয়া খানের মৃত্যুর আসল সত্যটা সামনে আনতে এক তথ্যচিত্রের অংশ হতে যাচ্ছেন সূরজ পাঞ্চোলি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে সেই কথা জানান তিনি নিজেই।

সূরজ জানান, জিয়া খানের এই মৃত্যুর ঘটনায় আমার ক্যারিয়ার একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি তেমন অভিনয়ের সুযোগ পাইনি। সেই দিনগুলো তো ফিরে পাব না।

তবে জিয়াকে নিয়ে তথ্যচিত্র তৈরি হলে সেটার অংশ হতে চাই। আমারও অনেক কিছু বলার আছে। এই তথ্যচিত্রে না হয় সেটাই তুলে ধরব।

২৫ বছরের জিয়ার মরদেহ জুহুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন। এ ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বাইয়ের আদালতে মামলা করেছিলেন সূরজের বিরুদ্ধে।

পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এরপর তদন্ত চলেছে ১০ বছর ধরে।এর মধ্যে জিয়ার মা নানাভাবে চেষ্টা চালিয়ে গেছেন ন্যায় বিচার পেতে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে