মগবাজারে ট্রেনে কাটা পড়ে সাবেক পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩; সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
মগবাজারে ট্রেনে কাটা পড়ে সাবেক পুলিশ সদস্য নিহত

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানী ঢাকার মগবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে ইউসুফ আলী খান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশাজীবনে ট্রাফিক পুলিশের সদস্য ছিলেন তিনি।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রাত ১১ টার দিকে ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই ) মোঃ ইকবাল হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আশপাশের লোকজন এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানতে পারি, মৃত ওই ব্যক্তি ট্রাফিক পুলিশের সাবেক সদস্য।

ঘটনার সময় পায়ে হেঁটে তিনি তার মামার বাড়িতে যাচ্ছিলেন। অসতর্কভাবে লাইন দিয়ে হাঁটার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ট্রাফিক পুলিশের এই সাবেক সদস্য ঢাকার মুগদায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার চরাদি গ্রামে। তার পিতার নাম আব্দুর রহিম। পারিবারিক জীবনে তিন ছেলের জনক ছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে