ইপিজেডের তরল বর্জ্য সাগরে, আড়াই কোটি টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
ইপিজেডের তরল বর্জ্য সাগরে, আড়াই কোটি টাকা জরিমানা

পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গোপসাগরে তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্টকে ২ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১০ জুলাই) সংশ্লিষ্ট অভিযোগের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘চিটাগং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস লিমিটেড (সিডব্লিউটিপিএল) নামের প্রতিষ্ঠানটি বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন।

ইপিজেডে নিজস্ব তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই এরকম ১৩১টি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটসহ ১৪৭টি কারখানা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। কিন্তু অভিযোগ ছিল প্রতিষ্ঠানটি পরিশোধন ছাড়াই তরল বর্জ্য সরাসরি খালে নির্গমন করছে। যেটি পরে সমুদ্রে মিশেছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি অধিপ্তরের একটি টিম ইপিজেড এলাকায় স্থাপিত ইটিপি পরিদর্শন করেন। তারা সেখান থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করেন।

নমুনায় রাসায়নিক অক্সিজেনের চাহিদা (সিওডি) ও জৈব অক্সিজেনের চাহিদা (বিওডি৫) পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী গ্রহণযোগ্য মাত্রার বাইরে পাওয়া যায়।

এতে এলাকার পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ কারণে সিডব্লিউটিপিএলের তিন প্রতিনিধির উপস্থিতিতে সোমবার শুনানি শেষে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।’

এর আগে, গত বছরের ১০ নভেম্বর একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে তাদের ত্রুটি সারানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি সেটিও বাস্তবায়ন করেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে