সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি ২২ প্রতিষ্ঠান

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩; সময়: ১২:১৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি ২২ প্রতিষ্ঠান

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো সিডনি ২০২৩` শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২২টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার (১১ জুলাই) ক‌্যানবেরার বাংলাদেশ হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইক‌মিশন জানায়, এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর অর্থায়নে ৮টি তৈরি পোশাক উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি পোশাক সামগ্রী প্রদর্শন করছে। এছাড়া তৈরি পোশাক, পাটজাতদ্রব্য ও গৃহসজ্জাসহ ১৪টি অন্যান্য প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা সিডনির গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সেলরসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রদর্শনী সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে বিশ্বের ২৯টি দেশের প্রায় ৩ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দু’বার অনুষ্ঠিত হয়।

হাইক‌মিশন বল‌ছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ আয়োজন পণ্য প্রদর্শনী, নতুন বাজার অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ স্থাপনে আমদানি ও রপ্তানিকারক এবং উৎপাদক ও সরবরাহকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যসামগ্রীর প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রী।বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে