মৃত্যু থেকে ‘আধা সেন্টিমিটার’ দূরে ছিলেন পিএসজি গোলকিপার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩; সময়: ২:২৩ অপরাহ্ণ |
খবর > খেলা
মৃত্যু থেকে ‘আধা সেন্টিমিটার’ দূরে ছিলেন পিএসজি গোলকিপার

পদ্মাটাইমস ডেস্ক : স্পেনে ঘোড়দৌড় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পিএসজির গোলরক্ষক সার্জিও রিকো। আর সেটাই হয়ে উঠতে যাচ্ছিল মৃত্যুর কারণ।

পরিস্থিতি এমন হয়েছিল যে মৃত্যু থেকে মাত্র আধা সেন্টিমিটার দূরে ছিলেন তিনি। পিএসজি গোলকিপার সের্হিও রিকোর দুর্ঘটনার মেডিকেল প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, স্পেনের ‘ইয়া এস মেদিওদিয়া’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে বলা হয়েছে, রিকোর দুর্ঘটনার মেডিকেল প্রতিবেদন তাদের কাছে আছে।

অনুষ্ঠানটিতে আরও বলা হয়, রিকো মৃত্যুর খুব কাছে ছিলেন। প্রতিবেদনে রিকো মৃত্যু থেকে ‘আধা সেন্টিমিটার’ দূরে ছিলেন বলে উল্লেখ করা হয়।

মেডিকেল প্রতিবেদনের খবর দেওয়া সাংবাদিক জানান, আগামীকাল রিকোকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।এরই মধ্যে রিকো নিজেও সুস্থতার খবর দিয়েছেন।

গত রোববার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রিকো লেখেন, ‘আমার পুনর্বাসন কার্যক্রম চলমান, প্রতিদিনই উন্নতি ঘটছে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

গত মে মাসে ঘোড়দৌড় দুর্ঘটনায় পড়েন রিকো। সে সময় স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘোড়ার পিঠ থেকে বেকায়দায় পড়ে যান রিকো। পরে তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

সেভিয়ায় জন্মগ্রহণকারী রিকো নিজ শহরের ক্লাবের হয়ে ইউরোপার দুটি শিরোপা জয়ের পর ধারের খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে পাড়ি ফুলহ্যামে।সেখান থেকে একই বছর ধারে পিএসজিতে যোগ দেন। ২০২০ সালে সেখানে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হন তিনি।

চলতি বছর বিকল্প গোলরক্ষক হিসেবে পিএসজির স্কোয়াডে যুক্ত হওয়ার আগে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত পুনরায় ধারে ফরাসি ক্লাব মায়োর্কায় খেলেছেন রিকো।

স্প্যানিশ জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলা এই গোলরক্ষক পিএসজির হয়ে ২৪টি ম্যাচে অংশ নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে