অনুমতি না পেয়ে সিলেটে সমাবেশ পেছাল জামায়াত

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩; সময়: ১০:৪১ পূর্বাহ্ণ |
অনুমতি না পেয়ে সিলেটে সমাবেশ পেছাল জামায়াত

পদ্মাটাইমস ডেস্ক : পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেটে সমাবেশের তারিখ পিছিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটির সিলেট মহানগর শাখা। তবে শেষ পর্যন্ত অনুমতি না মেলায় সমাবেশ পিছিয়ে ২১ জুলাই করতে চাচ্ছে দলটি। এদিকে জামায়াত-শিবিরের গ্রেপ্তার সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ১০ দফা দাবিতে জামায়াতের সমাবেশ হওয়ার কথা ছিল; কিন্তু শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের এমন সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত, হতবাক ও উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে আরও বলেন, গত ১২ জুলাই দলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করা হয়েছিল আবেদন বিবেচনার। পরে মৌখিকভাবে জানানো হয়, সমাবেশের অনুমতি পাচ্ছি না।

জামায়াত-আওয়ামী লীগের সমঝোতার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্ত ও জামায়াতের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যপ্রণোদিত অপকৌশল।

এদিকে দলটির গ্রেপ্তার সাত নেতাকর্মীকে গতকাল শনিবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। সমাবেশের প্রস্তুতি হিসেবে মহানগর রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করতে গেলে পুলিশ ওই সাত নেতাকর্মীকে আটক করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে