সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন মেসি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩; সময়: ১:৩৮ অপরাহ্ণ |
খবর > খেলা
সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন মেসি

পদ্মাটাইমস ডেস্ক : চুক্তি আর সম্মতি শেষ হয়েছিলো বহু আগেই। আগেই জানা গিয়েছিলো, ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লিগ মাতাবেন লিওনেল মেসি। বাকি ছিলো আনুষ্ঠানিক পরিচয়পর্বের।

বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টায় হয়ে গেলো সেই আনুষ্ঠানিকতাও। ইন্টার মায়ামির ক্লাবের মালিকপক্ষ থেকে নিজের জার্সি বুঝে নেন মেসি। উপস্থিত হন ক্লাবের সমর্থকদের সামনে।

ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশ্যে অল্প কথায় শুভেচ্ছাও জানিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার।

মাইক্রোফোন হাতে মেসি জানালেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে থাকার জন্য এ শহরটা বেছে নিয়েছি। আমি খুশি যে এ প্রকল্প বেছে নিয়েছি। আমরা সবকিছু খুব উপভোগ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

যদিও সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছেনা ইন্টার মায়ামির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইস্টার্ন করফারেন্সে সবার নিচে অবস্থান করছে দলটি। কিন্তু মেসির যেন নিরাশ করতে চাইলেন না কাউকে।

সমর্থকদের শোনালেন আশার বাণী, ‘আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’

ইন্টার মায়ামির সমর্থকদের উদ্দেশ্যে মেসি জানালেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না। সব সময়ের মতো আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

লম্বা এই সময়টায় ভক্তদের সমর্থনও চেয়েছেন গ্রহের সেরা তারকা, ‘আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সাথে থাকবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরা নিজেদের সবটুকু উজাড় করে দিবে।’

যুক্তরাষ্ট্রের লিগে এই মুহুর্তে অবশ্য ভাল অবস্থানে নেই ইন্টার মায়ামি। ২২ ম্যাচ শেষে মাত্র ১৮ পয়েন্ট আছে তাদের ঝুলিতে। অবশ্য এমএলএস কাপে এখন পর্যন্ত টিকে আছে তারা। সেমিফাইনালের ম্যাচে মেসিকে পাবার সম্ভাবনাও আছে তাদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে