আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই দল

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩; সময়: ৮:৫৭ অপরাহ্ণ |
আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই দল

পদ্মাটাইমস ডেস্ক : আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল দুটি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ সারা দেশে জেলায় জেলায় কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার ঢাকায় রাজধানীর গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এদিন দেশের সব জেলা ও মহানগরেও সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

একই দিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করবে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলায় একই কর্মসূচি থাকবে।

পরদিন বুধবার ঢাকায় রয়েছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। আর ওইদিন রাজধানীর আব্দুল্লাহপুর ও তেজগাঁওয়ে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ করে বিএনপি। ওইদিনই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে আওয়ামী লীগ। পাল্টাপাল্টি ওই দুই সমাবেশ ঘিরে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পর পর দুই দিন পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

পরদিন ১৩ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এক বৈঠকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঠিক করে দলটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে