প্রেমের জন্য সংসদ ছাড়লেন তারা
পদ্মাটাইমস ডেস্ক : প্রেম মানে না কোনো বাধা—বহু পুরোনো প্রবাদ হলেও এ যুগেও তা বারবার সত্য প্রমাণিত হয়। এবার তার প্রমাণ দিলেন সিঙ্গাপুরের স্পিকার ত্যান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা। খবর দ্য স্ট্রেইট টাইমসের।
গতকাল সোমবার রাজধানী সিঙ্গাপুর সিটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, আজ তারা দুজনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি তা গ্রহণ করেছি।
সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ত্যান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তিনি এবং এমপি চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) উচ্চ পর্যায়ের সদস্য। ২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জিন বিবাহিত হওয়ায় দলের পক্ষ থেকে তাদের এ বিষয়ে আগেই সতর্ক করা হয়। বলা হয়, তাদের ঘনিষ্ঠতা দলের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই তারা যেন সম্পর্ককে আর বাড়তে না দেন।
জিন এবং হুই দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সেই সময় মেনে নেন; কিন্তু সম্প্রতি তাদের দুজনের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স মেনে চলা দেশটিতে সম্প্রতি দুর্নীতির দায়ে পরিবহনমন্ত্রী এস ঈশ্বরন গ্রেপ্তার হন। এসব নিয়ে ক্ষমতাসীন পিএপি যখন বিপর্যস্ত, সে সময় বিবাহিত স্পিকারের সঙ্গে এমপির প্রেমে দেশজুড়ে যে আলোচনা-সমালোচনা শুরু হয়, তার ইতি টানতে দলের নীতিনির্ধাকরদের নির্দেশে পদত্যাগ করেন তারা।