এশিয়া কাপের সূচি: বাংলাদেশকে নিয়ে টানাটানি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
এশিয়া কাপের সূচি: বাংলাদেশকে নিয়ে টানাটানি

পদ্মাটাইমস ডেস্ক : এশিয়া কাপের খসড়া সূচি সম্পর্কে ধারণা দিয়েছে ক্রিকেট বিষয়টি সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ওই সূচি অনুযায়ী, ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ক্রিকইনফো জানতে পেরেছে যে, ম্যাচটি মূলতানে খেলবে পাকিস্তান।

সূচিতে পাকিস্তান ও ভারতের ম্যাচ রাখা হয়েছে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে হতে পারে ম্যাচটি। যদিও পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে হাইভোল্টেজ ওই ম্যাচ হবে ডাম্বুলায়।

এশিয়া কাপে বাংলাদেশ ৩ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি হবে লাহোরে। ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ঘরের মাঠে মোট চারটি ম্যাচ আয়োজন করবে। বাকি ম্যাচটি সুপার ফোরের।

খসড়া সূচি সত্য হলে, বাংলাদেশ গ্রুপ একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ওই ম্যাচটি হতে পারে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বর হতে পারে ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ওই ম্য্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

সূচির খসড়া অনুযায়ী, পাকিস্তান ও ভারত সুপার ফোরে গেলে পাকিস্তান হবে এ১ এবং ভারত হবে এ২। একইভাবে বাংলাদেশ সুপার ফোরে গেলে তারা থাকবে বি২তে। শ্রীলঙ্কা থাকবে বি১। আফগানিস্তান সুপার ফোরে গেলে ওই দুই দলের এক জায়গায় বসবে তাদের নাম।

যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে এবং অনুমিতভাবে ভারত-নেপাল গ্রুপ থেকে পাকিস্তানও সুপার ফোরে থাকে তাহলে লাহোরে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। বাংলাদেশ সুপার ফোরে গেলে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ খেলে বাকি দুই ম্যাচের জন্য আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে গেলে খসড়া সূচি বাস্তবায়ন ‘অসম্ভব’ হয়ে যাবে! কারণ ৫ সেপ্টেম্বর লাহোরে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পরদিনই তাদের এক দল ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ কীভাবে খেলবে!

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে