কোহলি-রুটদের ছাপিয়ে সেরা তিনে লিটন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩; সময়: ১১:১৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
কোহলি-রুটদের ছাপিয়ে সেরা তিনে লিটন

পদ্মাটাইমস ডেস্ক : আর্ন্তাজাতিক ক্রিকেটে সময়টা দারুণ কাটাচ্ছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাটেই যেন সমান কথা বলছে তার ব্যাট।

এমন ধারবাহিক পারফরম্যান্সের ফলেই ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত আর্ন্তাজাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে আছেন এই ওপেনার।

সেরা রান সংগ্রাহকের তালিকায় লিটনের ওপরে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আর্ন্তাজাতিক ক্রিকেটে ৪৯.৬৭ গড়ে রান করেছেন ৫৮১২।

যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬.৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৪৪৭৮ রান।

এই তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও ভিরাট কোহলির মতো তারকাকে। বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার ৩৬.৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৪২৬৮ভ রান।

চারে থাকা রুটের রান ৪২২৮; ৫১.৫৬ গড়ে ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি।

ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ৩৯.৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন ৪০১৭ রান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে