নির্বাচনে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২১, ২০২৩; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
নির্বাচনে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন হবে সংবিধানের আলোকে। সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন পূর্ববর্তী সরকারের প্রধান। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকার প্রধান। সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।

শুক্রবার কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। শুধু পাকিস্তানেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়। বিএনপি বাংলাদেশকে আবারো পাকিস্তান বানাতে চায়। এজন্য বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে।

তিনি আরো বলেন, বিএনপির অবস্থা এখন খাঁচায় বন্দি সিংহের মতো। তারা শুধু গর্জন করে, অন্য কিছু করার সামর্থ্য তাদের নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল এসেছে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য। তাদের আসাটা ইতিবাচক। বিএনপি এটা নিয়েও নোংরা রাজনীতির খেলায় মেতেছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে